সীতাকুন্ড ও ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৩ এএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৪:০৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সীতাকুণ্ড ও ভূরুঙ্গমারীতে পৃথক মোটরসাইকেলের দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ার ইউনিয়ন সুলতানা মন্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিপিএইচ কারখানা গেটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় শাহজালাল (১৮) ও মো. ইউনুস (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দু'জনই ফেনী ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালু স্তূপ করা রাখা ছিল। ঢাকামুখী মোটরসাইকেলটি মহাসড়কের জিপিএইচ কারখানা গেট এলাকায় সেই বালুর স্তূপ অতিক্রম করার সময় মোটরসাইকেলটির গতি কমে যায়। এর মধ্যে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে, দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থল হইতে ৩০-৪০ ফুট দূরে সড়ক থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহজালাল ও ইউনুসের মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী তাদের কয়েকজন বন্ধুসহ সকালে ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা-পরবর্তী সময় কুমিরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশেরাতের আধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এতে ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।
মৃত ওই দুই বন্ধু হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। নিহত দুইজনের মধ্যে খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি- রপ্তানি ব্যবসী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।
মৃতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুই বন্ধু ব্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেল যোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত তিনটার দিকে জয়মনির হাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। পরে খোকনের আত্ম চিৎকারের ঘুমন্ত এলাকাবাসী এসে হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোকন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।