সিলেটে সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৮ পিএম, ২৯ নভেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ১১:১৭ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিলেটে সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেটের গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার বুঝবেন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. বুলবুল আহমেদ (৫০) ও একই গ্রামের মৃত রুবেল আহমদের মেয়ে শোভা আক্তার (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বুলবুল ও শোভাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।