পাকুন্দিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৫:৩২ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:২৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা পতনের পর আগামীদিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে এবং নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্খা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে সারা দেশে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
তারই অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা টিমে দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন এ আর খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল।
আজ বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী পাকুন্দিয়া সরকারি কলেজ, হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ, পাকুন্দিয়া সরকারি মহিলা কলেজ, হাজী জাফর আলী কলেজ, তারাকান্দি ফাজিল মাদ্রাসা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তাঁরা।
দিনব্যাপী কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করেন- কিশোরগঞ্জ জেলা ছাত্রদল, পাকুন্দিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তাঁরা আরও বলেন- আগামীতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মাঝ থেকে ছাত্রদলের নেতৃত্ব তুলে আনা হবে। সেসব শিক্ষার্থীরা ছাত্রদলের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে গর্বিত অংশীদার হবেন।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দিনকাল/এমএইচআর