সিরাজগঞ্জে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে পথসভা ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০১:০৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শেখ হাসিনা গত ১৬ বছরে নিষ্ঠুরতা দিয়ে দেশকে ক্ষত বিক্ষত করেছে। দূর্নীতি অনিয়ম করে দেশের অর্থ লুটপাট করে দেশকে তলাবিহীন করেছে। সিরাজগঞ্জে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও কাজিপুর উপজেলায় লিফলেট বিতরণের সময় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।
আজ মঙ্গলবার (০৫ নভেম্বর ) সকাল এগারোটা দিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় বাজার স্টেশন চত্বর পথসভা ও লিফলেট বিতরণ করেন।
দুপুরে রায়গঞ্জ উপজেলায় হাট পাঙ্গাসী ইউনিয়ন বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করা হয় এবং সন্ধ্যায় কাজিপুর উপজেলায় আলমপুরে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।
পথসভায় বক্তব্যে তিনি আরও বলেন, বিগত দিনে দেশে ভোটারবিহীন একটি পার্লামেন্ট ছিলো কিন্তু কার্যকর ছিলনা। দেশে একটি নির্বাচন কমিশন ছিল কিন্তু ঐ কমিশনের মেরুদন্ড ছিল না নিরপেক্ষ নির্বাচন করার। দেশে একটি আদালত ছিল কিন্তু ন্যায় বিচার ছিল না। প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষ ছিল না। একটি পুলিশ বাহিনী ছিল কিন্তু বিরোধী মত দমনে মরিয়া ছিল। এক কথায় সারাদেশকে একটি ফ্যাসিবাদি রাষ্ট্র বানিয়েছিল। গত ৫ আগস্ট স্বেরাচারী হাসিনা সরকার পলায়নের মাধ্যমে জাতি নতুন জীবন ফিরে পায়। এখন বিএনপির দূর্ণাম হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
পথসভা ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ শহর যুবদল সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক স্বপন আহমেদ, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্যারিস, কাজিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
দিনকাল/এসএস