প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপির ৩দিনের কর্মসুচি গ্রহন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:১৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ (তিন) দিনের কর্মসূচি গ্রহন করেছে খুলনা মহানগর বিএনপি।
আজ শনিবার (০২ নভেম্বর) নগরীর একটি হোটেলে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এ কর্মসুচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথম দিন: ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
দ্বিতীয় দিন: ৮নভেম্বর বেলা ২টায় নগরীর শিববাড়ি মোড় (জিয়া হল চত্ত্বর) জমায়েত, জমায়েত শেষে জিয়া হল চত্ত্বর থেকে বর্নাঢ্য র্যালী শুরু হয়ে রয়েল মোড় হয়ে দলীয় কার্যালয় গিয়ে শেষ হবে। তৃতীয় দিন: ৯ নভেম্বর নগরীর শহীদ হাদিস পার্কে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সমাবেশ। সমাবেশ থেকে ক্রোড়পত্রের মোড়ক উম্মোচন। সমাবেশ শেষে সন্ধ্যা ৬টায় জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে নগরীতে পোস্টারিং করবে বিএনপি।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফকরুল আলম, স ম আ. রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, ফকরুল আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর,সদর থানা বিএনপি'র সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক মোঃ হাফিজুর রহমান মনি, সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, খালিশপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মোঃ মুর্শিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, সাহিনুল ইসলাম পাখি, একরামুল হক মিল্টন, আফসার উদ্দিন, আনসার আলী, নাজমুল হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, মো. রাকিবুল ইসলাম মিঠু, মো. ছগির উদ্দিন, সরদার শফিকুল আলি লাভলু, মো. বেলায়েত হোসেন, মোঃ জয়নাল আবেদীন, মো. মাহমুদ আলম বাবু মোড়ল, শেখ আব্দুল আলিম, শেখ মোহাম্মদ আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আরিফুল ইসলাম বিপ্লব, মো. আবুওয়ারা, সিরাজুল ইসলাম লিটন, কামরুজ্জামান রুনু, আহসান হাবিব বাবু, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল্লা, সাগর আহমেদ, সাইফুল ইসলাম, মিজানুর রশীদ, ইয়াজুল ইসলাম এপোলো, আসিক ইকবাল, তৌহিদুর রহমান তুষার, শফিকুল ইসলাম, আবু তালেব, সৈয়দ আজাদ হোসেন, শওকত আলী বিশ্বাস, কাজী মিজানুর রহমান, কাজী নজরুল ইসলাম, আরমান, শেখ মনিরুল ইসলাম, বক্কার মীর, আ.কাদের মল্লিক, ডা. শাহীন আহসান, মুরাদ হোসেন, শেখ কবির হোসেন টিটু, শেখ হাবিবুর রহমান, শেখ মনিরুজ্জামান মনি, শেখ আজিজুল রহমান, আব্দুর রাজ্জাক, লিয়াকত হোসেন লাভলু, রাশেদুজ্জামান, সওগাতুল আলম ছগীর, শেখ মনিরুজ্জামান মনির, বায়েজিদ হোসেন, শহিদুল ইসলাম, আব্দুল ওহাব, জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাস, নিঘাত সীমা, লুবনা ইয়াসমিন প্রমূখ।
সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয়। এছাড়া কর্মসুচি সফল করতে ৭টি উপ কমিটি গঠন করা হয়।
দিনকাল/এসএস