ফরিদপুরে মাচ্চর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৯:৩৯ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এক সময় ফরিদপুরে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ছিলো, ফরিদপুরে বিএনপিকে শক্তিশালী করেছেন আমার আব্বা। আমার আব্বা চৌধুরী কামাল ইবনে ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ফরিদপুরে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তিনি এমপি নির্বাচন করেছিলেন জন্য ফরিদপুর ধানের শীষের এমপি পেয়েছিলেন।
আমাদের পরিবার একশো-দেড়শো বছর ধরে জনগণের জন্য কাজ করে গেছেন, যার জন্য আপনারা আমার আব্বাকে বিশ্বাস করে ভোট দিয়েছেন। আমিও তার মত সব সময় সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
নায়াব ইউসুফ নেতৃবৃন্দের উদ্দেশ্য আরো বলেন, আমি আপনাদের পাশে আছি এবং সারাজীবন থাকবো। আমি এতটুকু বলতে চাই আমাদের ময়েজ মঞ্জিলের দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন বিএনপি আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কোতোয়ালি থানা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, কোতোয়ালি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারন সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনান, মো: এমদাদুল হক এমদাদসহ জেলা, মহানগর, কোতয়ালী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সভা স্থলে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে কর্মী সমাবেশে জমায়েত হয়।
এ ছাড়া নায়াব ইউসুফ রাত সাড়ে ৮ টায় অম্বিকাপুর ইউপি পরিষদ চত্বরে মহানগর বিএনপির ১নং ওয়ার্ড এর উদ্যোগে সর্বস্তরের জনগণের সংগে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পরে তিনি শহরের বদরপুরে শ্যামা পুঁজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীর আগত ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তার সঙ্গে মহানগর ও কোতোয়ালি বিএনপিসহ বিএন পি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনকাল/এসএস