দিনাজপুরে শ্রমজীবী শিশুদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:১৯ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দিনাজপুরে শ্রমজীবী শিশু পরিবারের সদস্যদের মাঝ বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়ছ।
আজ শনিবার (২ নভেম্বর) দিনাজপুর বড় ময়দানে এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদশর আয়াজন পিসিভি (চাইল্ড লেবার) পিএনএস প্রকল্পর আওতায় ৬নং শিশু শ্রম মনিটরিং কমিটির সদস্য জামাল উদ্দিনর সভাপতিত্ব বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলা প্রাণিসম্পদ কার্যালয়র উপ-সহকারী কর্মকর্তা মাজহারুল আলম।
ওয়ার্ল্ড ভিশন কর্তক পর্যায়ক্রম ১৪০টি বকনা বাছুর বিতরণ করা হয়। প্রতিটি গরু ১৮ থক ৩ মাস, যার সর্বোচ্চ এক জাড়া দাঁত ও কমপক্ষ বাছুরর ওজন ৮০ কজি হিসব শ্রমজীবী পরিবারর প্রতিটি সদস্যকে ১টি কর বকনা বাছুর প্রদান করা হয়ছ।
প্রকল্প কর্মকর্তা রিচার্ড তাপস দাস বলন, চাইল্ড লবার ও চাইল্ড শ্রম বন্ধর জন্য শিশুদর অভিভাবকদর এই গরু বিতরণ করা হছ। যাতে শিশুরা ঝুঁকিপূর্ণ শিশু শ্রম সম্পক্ত না হয় পড়াশানায় মনাযোগী হত পার।
এসময় উপস্থিত ছিলন টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) কাজল কুমার দে, সিনিয়র প্রাগ্রাম অফিসার দিনা দাস ও প্রাগ্রাম অফিসার পলাশ ক্রুজ।
বক্তারা বলন, শিশুদের মা-বাবা যে স্বপ দেখেন তাদের শিশুরা একদিন মানুষের মত মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন যেন পূরণ করতে পারে সেজন্যই বকনা বাছুর পালনের মাধ্যমে তারা যেন স্বাবলম্বী হতে পারে। এজন্য প্রতিটি পরিবারকে একটি করে বকনা বাছুর প্রদান করা হচ্ছে।
উল্লখ্য, বাল্য বিবাহ থেকে বিরত থাকা, মাদক সেবন থেকে বিরত থাকা, মাদক ব্যবসার সাথে জড়িত না হওয়ার জন্য তাদের পরিবার কোন প্রকার কলহ-বিবাদে জড়িয়ে না পড়ে। পাঁচটি শর্তে বকনা বাছুর বিচরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
দিনকাল/এমএইচআর