“জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে” - কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৫ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৩:২৭ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত বিশাল কর্মযজ্ঞ। জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে, এই বিষয়টি যেন উপেক্ষিত না হয়। বিএনপি মনে করে কোনভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সরকারের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডাভিত্তিক করা অত্যন্ত জরুরি।
আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় গালিমপুরে সিলেট সিটি করপোরেশনের নবগঠিত ৩০ নং ওয়ার্ডের বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, আমাদের কাছে সবার আগে বাংলাদেশের স্বার্থই হবে সবচাইতে বড়। রাষ্ট্র, রাজনীতি, শাসন ও প্রশাসন পরিচালনায় আমরা গুরুত্ব দেবো মেরিটোক্রেসিকে। এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে। এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি।
অধিকার আদায়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নিজেদের অধিকার আদায় এবং দায়িত্ব কর্তব্য পালনে সতর্ক থাকতে হবে আমাদেরকে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সদস্য খসরুজ্জামান এর সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ নুরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, শামসুর রহমান সুজা, সুহেল ইবনে রাজা, পাবেল রহমান, মোঃ গৌছ উদ্দিন, জয়নুল ইসলাম শিপন, জামিল আলী, নুরুল হাসান, আবুল রাসেল, গৌছ আলী মহরিল, টুনু মিয়া, সুমন আহমদ, আব্দুর রহিম, খালেদ আহমদ সহ এলাকাবাসী এবং বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইচআর