বিয়ানীবাজারে এক সপ্তাহ ধরে কলেজছাত্র নিখোঁজ, পরিবারের দাবি 'অপহরণ'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৮ পিএম, ১৮ অক্টোবর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৪:২৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিলেটের বিয়ানীবাজারে এক সপ্তাহ ধরে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। গত ১১ অক্টোবর বিকালে সে নিখোঁজ হয়।
নিখোঁজের ঘটনায় গত ১২ অক্টোবর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি এখনো তদন্ত করা হচ্ছে।
নিখোঁজ মো. জাবির আহমদ (২০) উপজেলার দুবাগ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মো. আজমান হোসেনের ছেলে। সে সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় দুবাগ স্কুল এন্ড কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে।
নিখোঁজ জাবিরের বাবা মো. আজমান আলী বলেন, 'গত ১১ অক্টোবর বিকালে প্রতিদিনের ন্যায় সে বাড়ির বাইরে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হয়। তিনি বলেন, ছেলের সন্ধান পেতে অনেক খোঁজাখুজি করেছি। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। তাই থানায় জিডি করেছি।'
ভুক্তভোগী পরিবার জানায়, জাবিরকে অপহরণ করা হয়েছে। একাধিক মোবাইল ফোন যোগে নিখোঁজের পরিবারকে অপহরণের কথা বলে নানাভাবে অর্থ দাবি করছে একটি চক্র।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, 'নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পরিবার দাবি করছে, ওই ছেলেটিকে অপহরণ করা হয়েছে। তবে আমরা ভুক্তভোগী পরিবার, এলাকার লোকজন ও ছেলের সহপাঠীদের সাথে কথা বলার পাশাপাশি আইনানুগভাবে বিষয়টি তদন্ত করে দেখছি।'
দিনকাল/এসএস