মতিয়ার দাফন সম্পন্ন, জানাজায় দেখা যায়নি শীর্ষ কোনো নেতাকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৪ পিএম, ১৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:২৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
দুই দফা জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মতিয়া চৌধুরীকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার স্বামী বজলুর রহমানের কবরে সমাধিস্থ করা হয়েছে।
তবে দাফনের আগে মুক্তিযোদ্ধা হিসেবে মতিয়া চৌধুরীর প্রতি রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান জানানোর কোনো আয়োজন ছিল না বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বজনরা।
এছাড়া দাফনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল কম। দলটির শীর্ষ নেতাদের কাউকে জানাজায় দেখা যায়নি।
বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮৪ বছর বয়সী সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার সকালে তার লাশ রমনায় বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর দুপুরে জোহরের নামাজ শেষে ঢাকার গুলশানে আজাদ মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় মতিয়া চৌধুরীকে।
সূত্র : বিবিসি
দিনকাল/এসএস