নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী পাগলা হামিদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ পিএম, ১৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:৫৪ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী হামিদ ওরফে পাগলা হামিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
হামিদ নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পে অসন্তোষ সৃষ্টি, ঝুট ব্যবসা, ছাত্র আন্দোলনে গুলিবর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে তিনি গোপনে তাঁর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার ফতুল্লায় অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করে। অভিযান শেষে তাঁকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। হামিদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, জননিরাপত্তা বিঘ্নিতসহ ছয়টি মামলা রয়েছে। তৈরি পোশাকশিল্পে অসন্তোষ সৃষ্টির পেছনেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ভাতিজা আজমেরী ওসমান ও তাঁদের অনুসারী ক্যাডাররা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান। আজমেরী ওসমান নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি।
দিনকাল/এসএস