তিস্তাপাড়ের মানুষ এান নয়, চায় মহাপরিকল্পনার বাস্তবায়ন : দুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৭ পিএম, ১৪ অক্টোবর,সোমবার,২০২৪ | আপডেট: ০৫:০৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর পক্ষ থেকে বন্যাদুর্গত লালমনিরহাট জেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসবে উপস্তিত ছিলেন প্রফেসর ডক্টর, মুস্তাক রহিম স্বপন,সিনিয়র সহ-সভাপতি,ড্যাব ও আহবায়ক ত্রাণ বিষয়ক উপ-কমিটি,জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এছাড়াও আরও উপস্তিত ছিলেন রংপুর এবং ঢাকা থেকে আগত ড্যাব এর ডাক্তারবৃন্দ ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই এলাকার মানুষ শুধুমাএ এান চায় না, তারা চায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।
এছাড়াও তিনি ৫ আগস্টের আগের ফ্যাসিবাদী হাসিনা সরকারের সমলোচনা করে বলেন, একমাত্র ভারতকে খুশি রাখার জন্য বিগত সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি চীনের ইচ্ছে থাকা সত্ত্বেও। বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার এই এলাকার মানুষের পাশে কখনও ছিলনা। তারা শুধু লুটপাট নিয়েই ব্যস্ত ছিলো।
এছাড়াও তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ডাক্তাররা যেন পরবতীতে এই এলাকার মানুষদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প দেওয়ার ব্যবস্থা করবে বলে আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসররা অবৈধভাবে সম্পদ অর্জন করে ধনিক শ্রেণীতে পরিনত হয়েছে এবং গরিব মানুষেরা আরও গরিব হয়েছে।
এছাড়াও তিনি ৫ ই আগস্টের পরবর্তীতে আজকের বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়াএবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯দফা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা রাখবে।
দিনকাল/এসএস