গণঅভ্যুত্থানে আহত ছাত্রদল নেতা আবু বকরের সুস্থতা কামনায় দোয়া
মেহেদী হাসান রিয়াদ, দিনকাল
প্রকাশ: ০৬:৩৯ পিএম, ৫ অক্টোবর,শনিবার,২০২৪ | আপডেট: ০২:৪৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গেলো ৪ আগস্ট, কুমিল্লার দেবিদ্বারে বৈষশ্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগের সন্ত্রাসী আক্রমণে গুরুতর আহত হন ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন ছাত্রদল নেতা আবু বকর মোল্লা।
বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাথায় গুরুতর আঘাত লাগায় স্মৃতিশক্তি হারিয়ে আবু বকর এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে।
এদিকে, শনিবার নিজ গ্রাম ১০নং দক্ষিণ গুনাইঘরের শাকতলা মোল্লা বাড়ী মাঠে আবু বকরের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মোজাফফর আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া ও সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ মোল্লার সঞ্চালিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল হক সরকার, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহাম্মদ (ভিপি মাহফুজ), সদস্য সচিব মোঃ আব্দুল আলীম পাঠান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামসুল হক মেম্বার, সদস্য সচিব মাহাবুবুর রহমান সোহেল, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন (ভিপি শাহীন), দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব, পৌর যুবদলের সভাপতি মোঃ শাহ জামান এবং সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মনির নিজামী, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা জাসাস সভাপতি মোঃ এমরান হোসাইন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শরিফ উদ্দিন সোহেল, সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিল্লাল ভূইয়া, সদস্য সচিব নাজমুল হাসান সরকার প্রমুখ।