বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহে পৃথক পৃথক ভাবে তিনটি বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
আজ সোমবার দুপুরে দেশনেত্রীর কারাবন্দীর তিন বছর উপলক্ষ্যে পুলিশি বাধাঁর মুখে অনুষ্টিত সমাবেশ বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, বতর্মান স্বৈরাচারী সরকার দেশনেত্রীর জনপ্রিয়তার ভয়ে মিথ্যা মামলা ফরমায়েশি রায়ে কারাবন্দি করে রেখেছে। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনে সরকার পতন নিশ্চিত করা হবে।
এ সময় মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সংগঠনের আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
একই সময়ে পৃথক আয়োজনে বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি।
এ সময় দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ ববি, আকতারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা হেলাল আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলার সাবেক সভাপতি এড. নুরুল হকের সভাপতিত্বে এবং সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।