টিকা নেয়া শেষে কবিতা শোনালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ এএম, ৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৮:২২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দেশব্যাপী গণটিকার প্রথম দিন করোনার ভ্যাকসিন নিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
আজ রবিবার বেলা ১১টায় মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি টিকা নেন।
টিকা নেয়ার পর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনার টিকা নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কেমন লাগছে বুঝতে পারছি না। কোনো কিছু অনুভব করছি না, পরে হয়তো বুঝতে পারবো।’ পরে মন্ত্রী বলেন, আপনারা জানেন আমাকে মন্ত্রিসভায়ও কবিতা পড়তে হয়। বঙ্গবন্ধু-কন্যা জিজ্ঞেস করেন কবিতা আছে কি না। এটা আমার স্বভাবজাত প্রবণতা। টিকা নেয়ার প্রতিক্রিয়ায় আপনাদের দুই লাইন কবিতা শোনাই।
‘যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়। জেনো বিজ্ঞান লড়ে গেছে সদা, নেই ভয়, হবে মানুষের জয়।’ এই কবিতা আবৃত্তি করে শোনান তিনি। ইয়াফেস ওসমান আরও বলেন, বিশ্বজুড়ে করোনার মহামারি চলছে। আমরা চেষ্টা করছি, যাতে রোগাক্রান্ত না হই। সেই কারণে জাতীয় পর্যায়ে টিকা গ্রহণের প্রথম দিন টিকা নিয়েছি। বাংলাদেশ এত ঘনবসতিপূর্ণ একটা দেশ, এখানে সম্পদেরও সীমাবদ্ধতা আছে। তারপরও বাঙালির ভেতরে একটা শক্তি কাজ করে। সেই শক্তি যেটা বঙ্গবন্ধু জেনেছিলেন। ঠক সেভাবে বঙ্গবন্ধু-কন্যা বাঙালির সুপ্ত শক্তি টেনে নিয়ে প্রত্যেকটা বিষয় উনি মোকাবিলা করেন।