রায়গঞ্জে আবুল কালাম আজাদ ও ইউপি সদস্য নূরনবীর অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ পিএম, ১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:০৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ব্রহ্মগাছা ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ নূরনবী লাগামহীন অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন।
গত কয়েক বছরে দুর্নীতির আখড়া, কর্মসূচির কাজ করিয়ে বিল না দেওয়া, রাস্তা মেরামতের টাকা মেরে দেওয়া, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও গর্ভকালীন ভাতা মেরে খাওয়ার বিস্তর আভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিভিন্ন প্রকল্পের নামে রাস্তা ও কালভার্ট ব্রিজ মেরামতের কাজ দেখিয়ে প্রচুর টাকার মালিক হওয়ার সাথে রয়েছে চাঁদাবাজি, বিচারের নামে প্রহসন করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া। শিশুদের জন্ম নিবন্ধন করতে গেলে টাকা ছাড়া স্বাক্ষর মিলতো না, ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে তাকে দিতে হতো কন্ট্রাকচুয়ালি অর্থ।
স্থানীয়দের অভিযোগ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের ডানহাত এবং এমপি পর্যায়ে তার ছিল ওঠাবসা। চাকুরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, টাকা দেওয়া প্রার্থী অর্থ চাইতে গেলে প্রাণনাশের হুমকি দিত নূরনবী।
জানা যায়, কয়ড়া গ্রামের বাসীন্দা শ্রী মোহন তারছেলের চাকুরী জন্য প্রায় ১২লক্ষ টাকা দিয়েছে নূরনবীকে তা আর ফেরত পায়নি।
এলাকাবাসী জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও নূর নবী মেম্বর প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চাকরি দেওয়ার নাম করে।
ব্রহ্মগাছা হিন্দু সম্প্রদায়ের শ্রী মালাকারের পরিবারের ঘর, বাড়ি আবাদী ১৬ বিঘা জমি দখল করে যার আনুমানিক বাজার মূল্য ১৫/১৭ কোটি টাকার বেশি এবংপরিবারটিকে বিতাড়িত করে নূরনবী ও তার বোনের জামাই সাইদুল।
এলাকাবাসী এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে চাই আছে কি সমাধান?