নাটোর ও নড়াইলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ এএম, ১১ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৩:৪৭ এএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
নড়াইলের লোহাগড়ায় দাদির লাশ দাফন করতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছেন নাতিসহ তিনজন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। অন্যদিকে নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো একজন।
গতকাল মঙ্গলবার নড়াইল এবং নাটোরে এসব দূর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মাইটকুমড়া এলাকায় এই দুর্ঘটনায় নিহত হন মাইটকুমড়া গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০), হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২৫) ও রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৫)। এছাড়া আহত হয়েছেন হবিবার শেখের ছেলে কুইন শেখ (৩৪)।
মঙ্গলবার সন্ধ্যায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনায় নিহত হন তমালতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী (৩১) ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক রফিক সরকার (৫৫)। আহত হয়েছেন বাগাতিপাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০)।
লোহাগড়ার স্থানীয়রা জানান, রাসেল তার দাদির লাশ দাফনের জন্য মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প থেকে জিয়া, কুইন ও শামিমের সাথে খাটিয়া নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। নড়াইল-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ট্রাক তাদের চাপা দেয়। এই দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন। আহত কুইন শেখকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-নড়াইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অন্যদিকে নাটোরে এলাকাবাসীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ডালসড়ক এলাকায় ফিডার রোড থেকে একটি মোটরসাইকেল নাটোর-বগুড়া মহাসড়কে ওঠার সময় পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে।
নাটোর ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রফিক সরকারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল হাইওয়ে পুলিশের হওয়ায় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছেন না।
এদিকে নাটোরে হাইওয়ে থানার কার্যক্রম এখনো চালু হয়নি।