ছদ্মবেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক বদির ক্যাশিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৬ পিএম, ৩ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৬:০৯ এএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালা উদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এসময় ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ পলায়নের চেষ্টা করছিলেন সালা উদ্দিন।
গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এ এসপি আনম ইমরান সালা উদ্দিনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাকে কক্সবাজারের উখিয়া থানায় সোর্পদ্দ করা হবে।
র্যাব জানায়, ইহরাম বেঁধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসছিলেন সালা উদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব। তখস ইহরাম বাঁধা অবস্থাতেই তাকে আটক করা হয়।
এছাড়া উখিয়ার বিএনপির অফিস ভাঙচুর, দোকানপাট লুটপাট, অগ্নিসংযোগ ও জাগির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি বলে উখিয়া থানা সূত্রে জানা যায়। এ পর্যন্ত তার নামে ১২টি মামলা রয়েছে।