লাকসামে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০০ পিএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১০:২৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার লাকসাম পৌরশহরের একটি বাড়ি ও উপজেলার উত্তরদা ইউপির পোলইয়া গ্রামের একটি বাড়ির ৩টি ঘরে গতকাল শনিবার গভীর রাতে হামলা- ভাংচুরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।
এতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বশান্ত হয়ে পড়েছে এবং আতংকে ভুগছে।
স্থানীয় একাধিক সূত্র ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়, শনিবার গভীর রাতে লাকসাম পৌরশহরের ৯নং ওয়ার্ড উত্তরকুল গ্রামে গরু ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির লোকজন ঘুমন্ত থাকাকালে ১২/১৫ জনের ডাকাতদল ওই ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে প্রথমে নীচ তলায় থাকা ওই বাড়ির মালিক বিল্লাল হোসেনের রুমের দরজা ভেঙ্গে বিল্লালের হাত-পা বেঁধে বেদম মারধর করে এবং একে একে ওই ভবনের নীচতলা থেকে শুরু করে ২য়তলা পর্যন্ত প্রত্যেকটি রুমে ঢুকে ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল সেট, ছোট্ট একটি জেনারেটর ও ১টি লাগেজসহ প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এসময় সশস্ত্র ডাকাত দলের হাতে পিস্তল, চাপাতি, ডেগার ও জয়েন্ট পাইপসহ নানা ধরনের অস্ত্র সস্ত্রে সজ্জিত এবং মুখে কালো মুখোশ পরা ছিলো। ওই বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে সশস্ত্র ডাকাতদল পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুৃতি চলছে।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী জানায়, ডাকাতির ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশকে ফোন করি এবং ওই বাড়িতে গিয়ে বিস্তারিত অবগত হই।
অপরদিকে ঐ রাতেই লাকসাম উপজেলার উত্তরদা ইউপির ৩নং ওয়ার্ড পোলইয়া গ্রামের আওয়ামীলীগ নেতা মৃত ছাফায়েত উল্লাহ মজুমদারের বাড়িতে ঐ ডাকাত দল একই ধরনের ঘটনা ঘটিয়ে ওই বাড়ির অনিক, আমান ও লোকমান হোসেনসহ ৩টি ঘরে একযোগে হামলা, ভাংচুর চালিয়ে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে দুটো বাড়িতেই লাকসাম থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন পরিধর্শন করেছেন।
এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন জানায়, অভিযোগ প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।