শায়েস্তাগঞ্জে একমাত্র ডাক বাছাই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৩০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হবিগঞ্জ জেলার প্রাণকেন্দ্র শায়েস্তাগঞ্জ পৌর সভায় অবস্থিত বাংলাদেশ ডাক বিভাগের একখানা ডাক বাছাই কেন্দ্র অবস্থিত। এই অফিসের মাধ্যমে বৃহত্তর হবিগঞ্জ জেলাসহ মৌলবীবাজার জেলার একাংশ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাছিরনগর থানাসহ অন্যান্য অফিস থেকে নিয়মিত ডাক বাছাই করা হয় এবং রাতের বেলা প্রয়োজনীয় কাগজপত্র ডাকের মাধ্যমে ছাড়াও হয়।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় JSC, SSC, HSC, Degree, Honours, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজগুলো পরীক্ষা কালীন সময় ও অন্যান্য সময় যখন পরীক্ষার খাতা বিভিন্ন বোর্ডে পাঠানো হয় এবং যখন বোর্ড থেকে আবার ফেরৎ আসে তখন প্রায়ই দেখা যায়, পরীক্ষার খাতাসহ অন্যান্য পার্সেল, ডকুমেন্টগুলো অত্র অফিসের জরাজীর্ণ কক্ষটির ভিতরে স্থান সংকুলান না হওয়ার ফলে অফিসের কর্মচারীরা ভিতরে এবং বাইরে বারান্দাসহ রাস্তায় কাজ করতে দেখা যায়।
যা অত্যান্ত ঝুকিপূর্ণ। ঝড়, বৃষ্টি এবং অন্যান্য অনাকাক্ষিত কারণে যদি কোন পরীক্ষার খাতা O.M.R কপি ইত্যাদি ভিজে যায় বা নষ্ট হয় তবে ছাত্র-ছাত্রীর এবং প্রতিষ্ঠনের মারাত্বক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রযেছে। যা ছাত্র-ছাত্রীদের জীবনের উচ্চশিক্ষা লাভের পথ বন্ধ হয়ে যাবে। এছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিষ্ট্রিকৃত ডকুমেন্টগুলো যে কোন মুহুর্তে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, অত্র অফিসের চতুরপার্শ্বে প্রচুর পরিমান খালি জায়গা (ডাক বিভাগের) পড়ে আছে এসব জায়গা অব্যবহৃত থাকার ফলে যে কোন মুহুর্তে বেদখল হওয়ার আশংখা থাকে। গুরুত্বপূর্ণ ডাক বাছাই কেন্দ্রটিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় এনে একটি সরকারী বহুতল ভবন নির্মাণ করে ডাক বাছাই কেন্দ্রটিকে রক্ষা করা এবং সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিলাধি ও পরীক্ষার কাগজপত্রাদির কথা চিন্তুা করে হবিগঞ্জ বাসীর বিশেষ করে অভিভাবক মহল সহ ছাত্র-ছাত্রী এবং সাধারণ ব্যাক্তিদের কথা বিবেচনাই এনে অনতিবিলম্বে একটি নতুন বহুতল ভবন নির্মাণ করে জরাজীর্ণ এই অফিস খানা বড় পরিসরে নতুন ভাবে স্থানান্তর করা অপরিহার্য।
এছাড়া অত্র বাছাই কক্ষটির ভিতরে যতটুকু জায়গা আছে তাতে দেখা যায় যে, যখন বিভিন্ন অফিসের ব্যাগ খোলা হয় তখন ডাক কর্মচারীরা গাদাগাদী করে একরকম গায়ে গা লাগিয়ে কাজ করে। যা খুবই কষ্ট সাধ্য এবং যারা নিয়মিত চিঠি পত্র ডকুমেন্ট পোষ্ট করে প্রায়ই দাড়ানোর মতো পরিবেশ থাকেনা।
সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য অফিসটি পরির্দশন করে অফিসের এই দিনতা দেখে দুঃখ প্রকাশ করেন।
এম.এস অফিসের এস আর শাহ ফকির বলেন এই অফিসের বর্তমান অবস্থায় কাজ করা মারাত্বক ঝুঁকিপূর্ণ। সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র, ফাইল, চিঠি, নগদ অর্থ বাছাইয়ের মাধ্যমে পোষ্ট অফিসে প্রেরণ করা হয়। যে কোন মুহুর্তে একটি গুরুত্বপূর্ণ চিঠি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অফিসের পর্যাপ্ত আসবাব পত্র না থাকায় এবং প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে যে কোন ক্ষতির সম্ভাবনা থাকে। এম পি মহোদয়ের নির্দেশে উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একটি বহুতল ভবন নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হল।