ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন বেগম রেজিয়া রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩০ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৬:১২ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার গর্ব বেগম রেজিয়া রহমান ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সফল জননী (রত্নগর্ভা) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন।
গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসিএর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এম পি। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রেষ্ঠ জয়িতা মা'র পাঁচ জন ছেলে সন্তান রয়েছে। তারা সবাই স্নাতকোত্তর পাশ। তাদের মধ্যে চার জনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার সন্তানদের মধ্যে ময়মনসিংহ ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, জামালপুরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও সহকারী প্রক্টর ড. এএইচএম মাহবুবুর রহমান, অবসর প্রাপ্ত বেসরকারি চাকুরীজীবি এএইচএম মাহফুজুর রহমান সরিষাবাড়ী অনার্স কলেজের উপাধ্যক্ষ এএইচএম মিজানুর রহমান, সরিষাবাড়ী অনার্স কলেজের প্রভাষক এএইচএম মাছুদুর রহমান।