বরিশালে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বরিশালের গৌরনদী উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকের পেছনে কার্ভাডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক মেহেন্দীগঞ্জ উপজেলার চরতোলা এলাকার বাসিন্দা কাদের বয়াতীর ছেলে আক্তার (৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা সুমনের ছেলে ট্রাকচালক সোহান (২২) এবং বরিশাল জেলার কোতয়ালী থানা এলাকার উত্তর জাগুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ট্রাক হেলপার রাসেল (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, বরিশালগামী মিনি ট্রাক (যশোর ড-১১-০৬১৯) খাঞ্জাপুর সড়কে বিকল হয়ে পড়ে। সেটিকে টেনে নেওয়ার জন্য বরিশালগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫১১৫) পাশে থামিয়ে রশি দিয়ে বাঁধছিল চালক ও হেলপার।
এসময়ে পিছন দিক থেকে বরিশালগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৮৯-১৩) এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক ও এক হেলপারের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনটি গাড়িই জব্দ করে থানায় নেয়া আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়ে গেছে বলে বলে জানান মনিরুল ইসলাম ভূঁইয়া।