মাদক ব্যবসায়ীর কামড়ে পুলিশ আহত, গাঁজাসহ আটক ভাই-বোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৫৭ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বরগুনার তালতলীতে মাদক ব্যবসায়ী ভাই-বোনকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুর পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লিটন হাং (৪৫) ও রুবি বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ছোটবগী ইউনিয়নের কলেজ রোডের ঠাকুর পাড়া এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ছদ্মবেশে ক্রেতা সেজে অভিযান চালায়। গাঁজা বের করে বিক্রির সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কনস্টেবল মেহেদী হাসানকে কামড় দিয়ে আসামি রুবি বেগম পালানোর চেষ্টা করেন।
এ সময় তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘কলেজ রোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী ভাই-বোনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।