বেনাপোলে কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:২২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
যশোরের বেনাপোলে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পোর্ট থানার সাদিপুর সীমান্তের ব্রীজের উপর থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচারের তথ্য জানতে পারে পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬২ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে। স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।