‘মসজিদের ওপর হাত দিলে কবর রচিত হবে’ মেয়র আইভী কে মাওলানা আউয়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৪:২০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
‘নগরীর ডিআইটি মসজিদে হাত দিলে তার কবর রচিত হবে’। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভীর প্রতি ইঙ্গিত করে এভাবেই হুঁশিয়ারি দিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জুমার বয়ানে মসজিদের মুসল্লিদের সামনে এমন ঘোষণা দিয়েছেন খতিব মাওলানা আব্দুল আউয়াল।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘মাসদাইর কবরস্থানের পাশে মসজিদের সঙ্গেই দীর্ঘদিন একটি মাদ্রাসা ছিল। মাদ্রাসাটি ভেঙে দিয়েছেন উনি (মেয়র আইভী)। বলেছিলেন, নিজস্ব অর্থায়নে করে দিবেন, এত বছর হয়ে গেল কিন্তু মাদ্রাসাটি করে দিলেন না।
এখন তার মন মতো মসজিদ করে আগের ইমাম বাদ দিয়ে একজন বেদাতি ইমাম ঢুকিয়েছে সেই মসজিদে।
ইদানীং খবর পেলাম, বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা ভাঙার জন্য লোক পাঠিয়েছিল। পরবর্তীতে সিটির জায়গা দাবি করে, তিনি নিজেই গিয়ে এটাকে ভেঙে পার্ক বানানোর কথা বলেছেন।’
প্রসঙ্গতও, ডা. সেলিনা হায়াত্ আইভী বাংলাদেশের প্রথম নারী মেয়র। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও ২০১১ সাল থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন।