ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ এএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:৩৫ পিএম, ২৯ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা তুহিন দরজিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মাঝে ছাত্রলীগ নেতা তুহিন দরজি ছাড়া বাকি তিনজন হলেন- জুবায়ের হাওলাদার, রানা ব্যাপারী ও মাহবুব তালুকদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকমান মালোতের একটি ছাগল প্রাইভেট কারে করে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তুহিন এবং তার সহযোগীরা। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চোরদের ধাওয়া দেয়। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় পুলিশে। খবর পেয়ে টহল পুলিশ তুহিনদের গাড়ির গতিরোধ করে তাদের পাকড়াও করে। সেখান থেকে ছাত্রলীগ নেতা তুহিনসহ ৪ জনকে আটক করে থানায় নেয়া হয়। তাদের প্রাইভেটকার জব্দ করা হয় এবং উদ্ধার হয় চুরি যাওয়া সেই ছাগল।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দরজির বাবা জাকির দরজি জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। যদিও তুহিন এই ছাগল চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, 'প্রাইভেটকারে করে কাজে যাচ্ছিলাম। মিথ্যা অভিযোগে পুলিশ আমাকে ফাঁসিয়েছে।' ছাগলের মালিক লোকমান মালত এই ঘটনার বিচার চেয়েছেন। এলাকাবাসী জানিয়েছে, গত দুই মাসে ওই এলাকা থেকে আরও পাঁচটি গৃহপালিত ছাগল খোয়া গেছে। তুহিনরাই এসব ঘটনায় জড়িত বলে এলাকাবাসীর দাবি।