‘লৌহজংয়ে বিএনপি নেতা সালামের নেতৃত্বে কম্বল বিতরণ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ এএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০২:০০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে লৌহজং উপজেলাধীন বৌলতলী ইউনিয়ন বিএনপি কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বৌলতলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলমের সভাপতিত্বে উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুন্সীগঞ্জ-২ সংসদীয় আসনের গণমানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘বর্তমানে দেশ একটি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে, কোথাও কোনো আইনের শাসন নেই। দেশের প্রতিটি স্তরে বিনাভোটের অবৈধ সরকারের নগ্ন দলীয়করণের ফলে সারাদেশে আজ কোথাও কোনো দৃশ্যমান উন্নয়ন নেই। উন্নয়নের নামে লুটপাটের মহোৎসব চলছে। একটি গণতান্ত্রিক দেশকে সরকার আজ ক্ষমতার অপব্যবহার করে বিশ্বের বুকে স্বৈরাচারী দেশ হিসেবে পরিচিত করে তুলেছে। নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এই আওয়ামী লীগ সরকার আজ তাদের অঙ্গ সংগঠনে পরিণত করেছে। সারাদেশে ভোটারবিহীন তথাকথিত নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার আজ দেশের ভোট ব্যবস্থাকে জাতির কাছে হাসি-ঠাট্টায় পরিণত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের জনগণকে সাথে নিয়ে অচিরেই এই বিনাভোটের অবৈধ দখলদার সরকারের পতন ঘটিয়ে আমরাই এদেশে সুশাসন প্রতিষ্ঠা করবো। বিএনপি গণমানুষের দল, বিএনপি গণতান্ত্রিক দল। বিএনপি গণমানুষের দল বলেই যেকোনো দুর্যোগ মহামারিতে জনগণের পাশে এসে দাঁড়ায়। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আজ সুদূর লন্ডনে থেকেও এদেশের আপামর জনসাধারণের যেকোনো বিপদ- আপদে তার দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ লৌহজংয়ের বৌলতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। বিএনপি অতীতেও পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লৌহজং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হাবীবুর রহমান অপু চাকলাদার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং।
উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির যোগাযোগ সম্পাদক আতাউর রহমান খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, লৌহজং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস এম মিরাজ, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমীন খান, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর আহমেদ অভি, লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক সুজন মোল্লা, যুগ্ম আহবায়ক উজ্জল, বৌলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন, বৌলতলী ইউনিয়ন যুবদলের সভাপতি সাধু মোল্লা, সাধারণ সম্পাদক তাজুল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুক্তার, সাধারণ সম্পাদক সাইফুল মোল্লা, খিদিরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হাসান, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজিম শেখ।