সিরাজগঞ্জের দুই কৃতি ব্যক্তিত্ব পাচ্ছেন একুশে পদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৪১ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশ বিশিষ্ট নাগরিক পাচ্ছেন একুশে পদক ২০২১। এর মধ্যে সিরাজগঞ্জের দু'জন মরণোত্তর পুরস্কার পাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অনুষ্ঠান) অসীম কুমারদে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়।
এতে বলা হয়, সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ স্বীকৃতিতে সিরাজগঞ্জ থেকে ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য স্থান পেয়েছে মোহাতার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) এবং মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।