ঐতিহ্যবাহী ডুমুর গোলামী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:২৪ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ডুমুর গোলামী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডুমুর ইছাগ্রামে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় মেলার। আর সেই মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনা এবং বাহারি খাবারের পসরা বসানো হয়।
আঞ্চলিক ভাবে এই প্রতিযোগিতাকে ঘোড়া বাইচ বলা হয়। গত ৩১শে জানুয়ারী থেকে শুরু হয়ে মোট ৫ দিন সিরাজগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলার ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাজার হাজার মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ঘোড় দৌড় দেখতে উপস্থিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
প্রায় ৪৮ বছর আগে মরহুম ছবের আলী শেখ এই এতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা এবং গ্রামীণ মেলা প্রতিষ্ঠা করেন।