ফেঞ্চুগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে বন্ধ রেলযোগাযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৪২ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।
সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
কখন নাগাদ এই রেলযোগাযোগ স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সিলেট রেলওয়ে স্টেশন।
সিলেট রেলস্টেশন সূত্র জানায়, তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে দিবাগত রাত আড়াইটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের মেকানিক ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত তিনটা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়।
এদিকে, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টিই রেললাইনের পাশে পড়ে গেছে। ফলে এই বগিগুলো থেকে তেল ছড়িয়ে পড়তে থাকে।
খবর পেয়ে স্থানীয় লোকজন গত রাত থেকেই হাঁড়ি-পাতিল, বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা তেল সংগ্রহ করতে থাকেন।
তেল ছড়িয়ে পড়া থেকে দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে রাত ২টা থেকে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ পাহারা বসিয়েছে।
দুর্ঘটনার কারণে গতকাল রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।