শ্রীমঙ্গলে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে ৫ লক্ষাধিক টাকা ও স্বর্নলংকার চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ পিএম, ৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৫১ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
মৌলভীবাজার শ্রীমঙ্গলে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে ৫ লক্ষাধিক টাকা ও স্বর্নলংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলায় এক পরিবারের ৭ সদস্যকে অজ্ঞান করে এই চুরি করা হয়।
গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন শ্যামলী এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, বাংলাদেশ সেল ফোন রিপিয়ার এন্ড টেকনিশিয়ান এসোসিয়েশন সভাপতি, মোবাইল ওয়ার্কশপের সত্ত্বাধিকারী খালেদ আহমেদ বাসার অন্যান্য সদস্য তার মা, স্ত্রী, দুই ভাই সহ কাজের মহিলা রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতে কোন এক সময় দুর্বৃত্তরা নীচতলার খালেদ ও ৩য় তলা ফরিদের বাসার জানালার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে। বাসায় সরক্ষিত স্বর্ণ অলঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে সার্কেল এএসপি (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) আশরাফুজ্জামান আশিক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, আহতরা সুস্থ আছেন। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুতই এর রহস্য উন্মোচন করা হবে হলেও জানান তিনি।