৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৮ পিএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৩০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়ে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে অর্ধশতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। তবে এর মধ্য পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ম্যানেজার নূর মুহাম্মাদ ভুইয়া বলেন, দৌলতদিয়ায় কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট পার হতে আসা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।