বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশিদ খানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৭ এএম, ৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বরগুনার আমতলী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, প্রবীন শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশীদ খান (৮০) আজ বুধবার দুপুর ১২ টায় পৌর শহরের সবুজবাগ এলাকায় তার নিজ বাস ভবনে শেষ নিস্বাঃস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি আজ সকালে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে আমতলীতে এসেছেন। তার আকষ্মিক মৃত্যুতে আমতলীর শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়- স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম যানাজা নামাজ অদ্য বিকেল ৫ টায় রাষ্ট্রীয় মর্যাদায় সরকারী কলেজ মাঠে ও সন্ধ্যা ৭ টায় গ্রামের বাড়ী সদর ইউনিয়নের মহিষডাঙ্গায় দ্বিতীয় যানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার মৃত্যুতে আমতলী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দপ্তর সম্পাদক, আমতলী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন (সানু), বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার আহবায়ক সাইফুন্নাহার সাহিদা, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আমতলীর সভাপতি মোঃ জাহিদুর রহমান লিটন মৃধা ও সাধারন সম্পাদক পাবেল মৃধা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।