তাড়াশে আদিবাসী কৃষককে পেটানোর অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৩৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিরাজগঞ্জের তাড়াশে আদিবাসী কৃষক পেটানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সরকারী কর্মকর্তার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত বৃস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে।
২রা ফেব্রয়ারী মঙ্গলবার সন্ধায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তোভোগী আদিবাসী কৃষক গোবিন্দ চন্দ সরকার (৭০)।
অভিযোগে তিনি জানান একই উপজেলার পার্শ্ববর্তী তালম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, কুন্দাশন (৩ নং ওয়ার্ড) আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ ও একই গ্রামের প্রভাবশালী নেতা শেরপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক মন্টু মিলে
আমার ফসলি জমি নষ্ট করে রাস্তা নির্মান করেছে আবার একই রাস্তা আমার বাড়ির উপর দিয়ে নির্মান করতে চায়। এতে আমার একমাত্র বসতঘর ভাঙতে হবে, এইজন্য রাস্তা করতে তাদের নিষেধ করি এতে তারা রাগান্নিত হয়ে গালিগালি করতে থাকে এক পর্যায়ে মারপিট শুরু করে। আমার ছেলে এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করে।
পরে আমাদের তারা টেনে হেচড়ে নিয়ে তাদের গ্রামের পরিত্যাক্ত বাড়িতে ৬ ঘন্টা আটকে রাখে। সর্বপরি এই কথা জানাজানি হলে প্রাণনাশের হুমকি দিয়ে তারপর আমাদের ছেড়ে দেয়।
অভিযুক্ত তালম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মানকৃত রাস্তা ভেঙে দিয়েছেন কৃষক গোবিন্দ চন্দ্র সরকার ও তার ছেলে সনাতন সরকার। কিন্তু তাদের কিছুই বলা হয়নি।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন ,এই ঘটনা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।