ধামরাইয়ে মোটরসাইকেল থামিয়ে যুবককে হত্যার চেষ্টা ও ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৩ পিএম, ৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:১৮ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে যুবককে ইট দিয়ে থেঁথলে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা,ব্যবহৃত মোবাইল ফোন ও জরুরী কাগজপত্র সহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। পথচারিদের ডাক চিৎকারে আশপাশের রোকজন এগিয়ে এসে মূমূর্ষূবস্থায় উদ্ধার করে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামে। এ ব্যাপারে ৪ জনের নামে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাইশাকান্দা ইউনিয়নের মোহাম্মদ আলী শিকদারের ছেলে মোঃ শাহআলম (৩০) পাওনাদারকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেয়। পথিমধ্যে বাইশাকান্দা ইউনিয়নের বাউজা গ্রামের মোঃ মামুনুর রশীদের বাড়ির সামনে তার গতিরোধ একদল দুবৃত্ত। এরপর তার মোটরসাইকেল থামিয়ে তাকে টেনে হেঁচরে মাটিতে ফেলে ইট দিয়ে থেঁথলে হত্যার চেষ্টা করে। সে নিস্তেজ হয়ে মাটিতে লেপটে গেলে তার পরিহিত প্যান্টের পকেটে তাকা ৫০ হাজার টাকা, ব্যবহৃত সামস্যাং মোবাইল ফোন ও জরুরী কাগজপত্র সহ মানিব্যাগ ছিনিয়ে নেয়।
পথচারিরা এ দৃশ্য দেখতে পেয়ে এবং হামলার শিকার শাহ আলমের গোঙানির শব্দ শুনে চিৎকার শুরু করে দেয়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন লাঠিসোঠা নিয়ে দৌড়ে চলে আসেন ঘটনাস্থলে। অবস্থার বেগতিক বুঝতে পেরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এসময় স্থানীয়রা সোহেল রানা, মামুনুর রশীদ, শরীফুল ইসলাম মুকুল ও জালাল উদ্দিনসহ ৭-৮জনকে দেখতে পায়।
এব্যাপারে ধামরাই থানায় ওই ৪ জনের নাম সহ অজ্ঞাতনামা আরও ৩-৪জনকে বিবাদি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হামলার শিকার শাহ আলমের ভাই মোঃ সোহরাব হোসেন।
এব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আশরাফুল ইসলাম বলেন, এব্যাপারে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।