নারায়ণগঞ্জে পৌঁছেছে করোনার ১ লাখ ৫৬ হাজার ভ্যাকসিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৪৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জ জেলায় বরাদ্দকৃত করোনার ১ লক্ষ ৫৬ হাজার ভ্যাকসিন এসে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার (২ ফেব্রয়ারী) রাতে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ইমতিয়াজ তার কার্য্যালয়ে এই ভ্যাকসিন বুঝে নেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধিরা।
জেলা সিভিল সার্জন বলেন, সরকারের বিধি অনুযায়ী আগামী ৭ ফেব্রয়ারি থেকে দেশব্যাপি কর্মসূচির সাথে একযোগে জেলার ছয়টি সরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন দেয়া শুরু হবে।
নগরীর খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতাল ও সদরের ১০০ শয্যা জেনারেল হাসাপাতলসহ আরো চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন প্রদানের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে সব ধরণের প্রস্তুতিও প্রায় শেষের দিকে।
সিভিল সার্জন আরো জানান, শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিদেরকেই দেয়া হবে এই ভ্যাকসিন। অনিবন্ধিত কাউকে এই ভ্যাকসিন দেয়া হবে না।
এ ব্যাপারে ইতিমধ্যেই জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। আগামি দুই একদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে।