নারায়ণগঞ্জ বন্দর ইউএনও’র টাকা বরাদ্ধে অনিয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০২ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নস্থ দক্ষিন খালপাড় এলাকায় ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার একাডেমীতে অবৈধভাবে এক লাখ টাকা অনুদান দিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।
গত বছরের ডিসেম্বর মাসে ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার একাডেমীর চেয়ারম্যান ওবায়দুল হক আরিফ তার অটিজম স্কুলের জন্য চাহিদা পত্র দেওয়ার পর সে তার দাবীকৃত টাকার চেক বন্দর উপজেলা কর্তৃক গ্রহন করেন বলে জানা যায়।
এদিকে প্রশ্ন উঠেছে সরকারী রেজিস্ট্রেশন বিহীন অটিজম স্কুলের জন্য বন্দর উপজেলা প্রশাসন বরাদ্দ দিতে পারেন কিনা? কার স্বার্থে নির্বাহী কর্মকর্তা কিভাবে এমন সরকার অনুমোদন বিহীন স্কুলের অনুদান বাস্তবায়ন করেন।
অথচ বন্দর উপজেলায় সরকারী নিবন্ধন প্রাপ্ত অটিজম স্কুল থাকলেও তিনি অজ্ঞাত কারণে কোনরূপ সহায়তা করেননি। বিগত সময়ে ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার একাডেমীতে প্রতিবন্ধী ভাতা কার্ড নেয়ার ব্যাপারে ওই অটিজম স্কুলের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সংবাদ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সদ্য বিদায়ী সমাজ সেবা অফিসার এসএম মুক্তার হোসেন তার অফিসে ডেকে নিয়ে ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার একাডেমীর চেয়ারম্যান ওবায়দুল হক আরিফকে সতর্ক করেন।
এলাকাবাসীর অভিযোগ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার একটু দাম্ভিক মানসিকতার। বন্দর উপজেলা প্রশাসনের কর্তা হিসেবে তিনি মনগড়া নিয়ম কানুন প্রতিষ্ঠিত করছেন। কাউকেই তিনি তোয়াক্কা করেন না। কোন সেবাপ্রার্থী সেবা নিতে গিয়েও বিড়ম্বনার শিকার হচ্ছেন।
উপজেলা ইউএনও অফিসের বাইরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয় সেবাপ্রার্থীদের। বাল্য বিবাহ কিংবা মোবাইল কোর্ট অভিযানের কোন তথ্য জানতে গনমাধ্যম কর্মীরা বন্দর ইউএনও’র ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেন না। সেবার ক্ষেত্রে বন্দর উপজেলা প্রশাসন বর্তমানে যেন সাধারন মানুষের কাছে সোনার হরিণ।