পীরগঞ্জে এলজিইডি’র রাস্তা সংস্কারে অনিয়ম মোটা অংকের অর্থ তছরুপের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৩৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
রংপুরের পীররগঞ্জে এলজিইডির তত্বাবধানে একটি রাস্তা সংস্কারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে । আর এতে রাস্তাটির সংস্কারের স্থায়িত্ব নিয়ে এলাকাবাসীর মাঝে সংশয়ের সৃষ্টি হয়েছে ।
সংশ্লিষ্ট সূত্রে গেছে, উপজেলার বড়দরগাহ ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন বিশ মাইল থেকে গুর্জিপাড়া পর্যন্ত পাকা রাস্তাটির সংস্কার কাজ চলছে । স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ১ কিলো মিটার ৭শ’ মিটার এ রাস্তাটির সংস্কারের জন্য প্রায় ৩০ লাখ টাকা বরাদ্ধ দেয় । পীরগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী লুৎফর রহমান রাস্তাটির সংস্কারের কাজ তদারকি করছেন ।
এদিকে এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তাটির সংস্কারের শুরু থেকেই অনিয়মের আশ্রয় গ্রহন করছেন । রাস্তাটির বাউন্ডারী রেজিং কোথাও ৫ ইঞ্চি আবার কোথাও আড়াই ইঞ্চি করা হচ্ছে । রাস্তাটির পুর্বের পাথর গুলোই সংস্কারের ক্ষেত্রে ব্যবহ্রত হচ্ছে । সে সঙ্গে বিভিন্ন স্থানে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইটের খোয়া । সার্বিক পরিস্থিতিতে মোটা অংকের বরাদ্ধকৃত অর্থে সংস্কার কাজের ধরনে এলাকাবাসী অনেকটাই উদ্বিগ্ন । তাদের ধারনা রাস্তাটিতে সংস্কারের নামে মোটা অংকের অর্থ অপচয়ের সম্ভাবনা দেখা দিয়েছে ।
এ ব্যাপারে পীরগঞ্জ এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী লুৎফর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, রাস্তাটিতে নি¤œমানের ইটের খোয়া ব্যবহারের সুযোগ নেই । আমি বিষয়টি দেখব । আর যতটুকু জেনেছি নিয়মানুযায়ীই কাজ হচ্ছে ।