দেশীয় তৈরি অস্ত্রসহ টেকনাফে দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৫ পিএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:০০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। আটককৃতরা শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমির হোসেনের পুত্র সৈয়দ হোসেন (৫৫) এবং মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের বাসিন্দা আজিজুল হকের পুত্র বদি আলম (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে অপরাধ সংঘটিত করার জন্য বেশ কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী দমদমিয়া ওমরখাল ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে।
তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৫ এর একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৯টি এসবিবিএল অস্ত্র,১টি ওয়ানশুটার গান উদ্ধার করে র্যাব।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক সন্ত্রাসীরা জানিয়েছে তারা দীর্ঘ দিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয় করার পাশাপাশি ডাকাতি, অপহরণ ও বিভিন্ন প্রকার অপরাধ কর্মকাণ্ড করে আসছিল।
তিনি আরও বলেন,আটক দুই সন্ত্রাসী শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।