সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচনে মীর রুহুল আমীন বাবু সভাপতি আঃ রউফ পান্না সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ এএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৫৭ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী সংসদ নির্বাচনে (২০২১-২২) জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নেতৃত্বাধীন আইনজীবি ঐক্য পরিষদ সমর্থিত রুহুল আমীন বাবু-গোলাম মোস্তফা পরিষদের সভাপতি, একজন সহ সভাপতি ও একজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এবং আওয়ামীলীগ আইনজীবি নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ সমর্থিত রাখাল-পান্না পরিষদের সাধারণ সম্পাদক, একজন সহ সভাপতি সহ ১৪ জন নির্বাচিত হয়েছেন।
গতকাল রবিবার (৩১ জানুয়ারী ২১) সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি ভবনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির মোট ৩৭৭ জন ভোটারদের মধ্যে ৩৩৪ জন ভোট প্রদান করেন। মোট ১৭ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী দুইটি প্যানেল থেকে ১৭ জন করে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
জাতীয়তাবাদী আইনজীবি নেতৃত্বাধীন আইনজীবি ঐক্য পরিষদ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন তিনজন। এরা হচ্ছেন সভাপতি মীর রহুল আমীন বাবু ( ১৮৩ ভোট), সহ সভাপতি ( ২য়) মোঃ আলীমুল হক ( ১৬৩ ভোট) ও কার্যনির্বাহী সদস্য ( ৪র্থ) মোঃ আব্দুল আজিজ সরকার ( ১৭৬ ভোট)।
১৪ টি পদে নির্বাচিত আওয়ামীলীগ আইনজীবি নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ সমর্থিতরা হচ্ছেন, সহ সভাপতি (১ম) মোঃ লুৎফর রহমান ( ১৮০ ভোট), সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ পান্না ( ২০৩ ভোট)।
সহ সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম ( ১৭৪ ভোট), গ্রন্থাকার সম্পাদক মোঃ শাহ আলম ( ১৭৩ ভোট), সহ গ্রন্থাকার সম্পাদক মোঃ ছামিউল ইসলাম ( ১৭৪ ভোট), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোছাঃ লায়লা ইয়াসমিন পপি ( ১৫৮ ভোট), কোষাধ্যক্ষ মোঃ মাহমুদুল আলম সম্রাট ( ১৬৫ ভোট), হিসাব নিরীক্ষক মোঃ গোলাপ হোসেন ( ১৮৩ ভোট), সহ হিসাব নিরীক্ষক দ্বীপ ভাষ্কর ঘোষ ( ১৫৬ ভোট), নির্বাহী সদস্য ( ১ম) মোঃ হেদায়তুল ইসলাম ( ১৯০ ভোট), নির্বাহী সদস্য ( ২য়) মোঃ আব্দুর রউফ রাজা ( ১৮৯ ভোট), নির্বাহী সদস্য ( ৩য়) মোঃ কামরুজ্জামান খোকন ( ১৮৬ ভোট), নির্বাহী সদস্য (৫ম) আলহাজ মোঃ নুর হোসেন মোল্লা ( ১৭১ ভোট) ও নির্বাহী সদস্য ( ৬ষ্ট) খোন্দকার মোঃ আব্দুল হান্নান ( ১৫০ ভোট)।
ভোট গণনা শেষে গতকাল মধ্যরাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।