ঈদগাঁও মা-মেয়ে হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ এএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:১৯ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
কক্সবাজারে মা-মেয়ে হত্যার প্রধান আসামি আবুল কালামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার ভোরে ঢাকার ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানার ইসলামাবাদ চরপাড়ার মৃত জাফর আলমের ছেলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, মা-মেয়ে হত্যার প্রধান আসামি আবুল কালামকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়। সিআইডির একটি বিশেষ দল ঢাকার ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে কক্সবাজারে নিয়ে আসা হচ্ছে।
এর আগে গত ১৯ জানুয়ারি ঈদগাঁও থানার ইসলামাবাদ চরপাড়া এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে রাশেদা বেগমের সাথে কথা কাটাকাটি হয় আবুল কালামের। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম দা নিয়ে কোপাতে থাকেন রাশেদাকে।
এ সময় তার মেয়ে জান্নাতুল ফেরদৌস বাধা দিতে আসলে তাকেও এলোপাতাড়ি কোপান আবুল কালাম। গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবুল কালাম ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আবুল কালাম। আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক আছেন বাকি তিন আসামি।