কাপাসিয়ায় প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৯ এএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৮ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারে প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে ৫ দোকানে অভিযান চালিয়ে ১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত জানান, পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামুলক থাকা সত্তেও প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করায় ৫ চাউল দোকানীকে নগদে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলো মেসার্স নুরুল আমীন ট্রেডার্সকে ২০ হাজার, মেসার্স বনিক ট্রেডার্সকে ৩০ হাজার, মেসার্স হাছেন ট্রেডার্সকে ৫ হাজার, মেসার্স মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার ও মেসার্স সেলিম এন্ড সন্সকে ৫ হাজার টাকা নগদে জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা পাট কর্মকর্তা ফাইজুল্লাহ আহম্মেদ।