কমলা সুন্দরী গোল্ডেন শাওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ এএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:০৩ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
গোল্ডেন শাওয়ার শীত ও বসন্তের ফুল এটি লতা জাতীয় উদ্ভিদ। গোল্ডেন শাওয়ার ফুলের রং উজ্জ্বল কমলা রঙ্গের, ফুলটি দৃষ্টিনন্দন হলেও এর পুষ্প গন্ধহীন। গোল্ডেন শাওয়ারকে সোনাঝুড়ি লতা নামেও ডাকা হয়। অনেকেই একে কমলা সুন্দরী বলেও সমাহিত করে।
ফুলটির বৈজ্ঞানিক নাম পাইরোস্টেজিয়া ভেনুসতা। দেখতে লতার মতো হওয়ার ইংরেজিতে একে ফ্লেম ভাইন বলা হয়।
এমন একটি দৃষ্টি নন্দন ফুলের দেখা মিলেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বন্দরে।