লাকসামে প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা নিয়ে এলো আপস জেনারেল হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯ পিএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:০১ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
কুমিল্লার দক্ষিনাঞ্চল বানিজ্যিক নগরী বৃহত্তর লাকসামের পৌরশহরে আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সেবা নিয়ে এলো আপন জেনারেল হাসপাতাল।
আজ সোমবার সকালে বনার্ঢ্য আয়োজনে লাকসাম পৌরশহরের বাইপাস এলাকায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন হয়েছে এ হাসপাতালটি।
জানা যায়, দীর্ঘ সময় নিয়ে বাইপাস এলাকায় আপস টাওয়ার ভবনে ওই হাসপাতালের কর্তৃপক্ষ ধীরে সকল আয়োজন সম্পন্ন করেছে। আপস টাওয়ার হাসপাতাল চিকিৎসা সেবায় এই অঞ্চলে প্রথম বারের মতো তথ্যপ্রযুক্তিগত আধুনিক চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে হাজির হয়েছে। তবে কি থাকছেন আধুনিক চিকিৎসা সেবার অন্তরালে? বৃহৎ পরিসরে লাকসাম পৌরশহরের মধ্য বাইপাস এলাকায় আপস টাওয়ারে ভবনে স্থাপিত এই হাসপাতাল গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় কতটুকু সফলতা বয়ে আনবে তা অবশ্য সময় বলে দিবে।
ওই হাসপাতালের একাধিক সূত্র জানায়, শহরের তুলনায় এ হাসপাতালে সর্বত্তোম আধুনিক স্বাস্থ্য সেবায় থাকছেন কয়েক হাজার বর্গফুটের প্রতিটি ফ্লোরের নীচতলায় সামনে গাড়ির বেইজমেন্ট পার্কিং, সয়ংক্রিয় লিফ্ট, ভিআইপি কেবিন, অক্সিজেন, অপারেশন থিয়েটার, আল্ট্রাসনোগ্রাফি, ডিজিটাল এক্সরে এন্ডোসকপি, ইসিজি সাপোর্ট,এম্বোল্যান্স, হৃদরোগ, মেডিসিন শিশু, গাইনী চিকিৎসা ক্ষেত্রে দেশ সেরা অভিজ্ঞ চিকিৎসক চেম্বার, দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যের প্যাকেজ চিকিৎসা সেবাসহ উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসেছেন ঐ হাসপাতাল কর্তৃপক্ষ।
সুত্রটি আরও জানায়, এছাড়া আরো থাকছে পাওয়ারফুল জেনারেটর, নিরাপত্তায় সিসি ক্যামেরা,অটো এনালাইজার, আধুনিক পোষ্ট অপারেটিভ রুম, নবজাতকের ফটোথেরাপী ও বেবি ওয়ার্মার। এছাড়া বহিঃ বিভাগ /আন্তবিভাগ, প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, গর্ভবর্তী মহিলাদের মেডিকেল চেকাপ, বিদেশগামীদের মেডিকেল চেকআপ, ২৪ ঘন্টা জরুরী বিভাগ, ২৪ ঘন্টা ফার্মেসী সেবা, শপিং মল, ইমাজেন্সি ইউনিট, অভ্যর্থনা কক্ষ, দেশের বেশ কয়টি সুনাম ধন্য হাসপাতালের সাথে সার্বক্ষনিক অনলাইন কনসালটেন্সি, আইসিও সাপোর্ট, কেবিনে ইসিজি মনিটর, ফ্যামিলি কেবিনে পারিবারিক ভিআইপি সরঞ্জাম সহ নার্স এর সার্বিক তত্বাবধানে চিকিৎসা সেবা তাদের প্রধান অঙ্গিকার।
উদ্বোধনী অনুষ্ঠানে ওই হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. আবদুল আলী, সাবেক কাউন্সিলর আব্দুল আলিম দিদার, এম.ডি এস.এম মাহমুদুর রহমান সোহাগ, মাও. ছফিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহসিন মজুমদার বক্তব্য রাখেন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান নেছার উদ্দিনের সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পরিচালক ইঞ্জি. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী নূর মোহাম্মদ, মোঃ শহিদ উল্লাহ ভূঁইয়া, নুরুল ইসলাম মিন্টু, সোহেল রানা সোহাগ, মাও. গোলাম সরওয়ার, মাও. মিজানুর রহমান, হাফেজ মোঃ সাইফুল্লাহ, মোঃ শাহজাহান, মোঃ রুস্তুম আলী, জিয়াউল আফসার, মাও. শাহাদাত করিম, মাও. রফিকুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ওই উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাও. মোবারক হোসেন।