কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১২ জুয়াড়ি আটক, নগদ টাকা ও মোটর সাইকেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৮ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকস অভিযানিক দল গত রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারোদাগ (পূর্বপাড়া) গ্রামস্থ পাওয়ার হাউজের পিছনে ৩নং গেইট সংলগ্ন টিনের ঘর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে নগদ-২৫৫১০/-, মোবাইল ফোন-১৪টি, সীমকার্ড-২৮টি, মোটরসাইকেল-০৩টি, পাটি-০১টি ও তাস-০৬ বান্ডিল সহ বাহিরচর ষোল দাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল রানা, ব্রাহ্মণপুর এলাকার মৃত মল্লিক চাঁদের ছেলে বেলাল হোসেন, বাহিরচর ষোল দাগ এলাকার মৃত হাজী নবী উদ্দিন সরদারের ছেলে জগলু সরদার, মৃত আবুল কাশেমের ছেলে শাহজাহান মিয়া, শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন, রজব আলীর ছেলে আকবর আলী, মৃত মজনু খানের ছেলে মামুন খান, মৃত রমজান আলীর ছেলে সেন্টু আলী, মৃত রাশেদ আলীর ছেলে শাহবুল আলম বিপ্লব, মৃত মেহের আলীর ছেলে শফিকুল ইসলাম, মৃত তোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম, মহসিন আলীর ছেলে আল আমিনসহ ১২ জনকে আটক করে র্যাব-১২।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ তাদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত দেরকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।