পীরগঞ্জে ৩ হাজার ৬শ ৩ জন বয়স্ক ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:০৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রংপুরের পীরগঞ্জে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরেও ২০২০-২০২১ অর্থ বছরে ৩ হাজার ৬শ ৩ জন বয়স্ক ব্যাক্তি বয়স্ক ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত থাকছেন ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২০২১ অর্থ বছরে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ সমাজ সেবা বিভাগ উপজেলার প্রতিটি ইউনিয়নে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহবান করে। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ৬৮৮, ভেন্ডাবাড়ী ইউনিয়নে ৫৮৪, বড়দরগাহ ইউনিয়নে ৮৪৫, কুমেদপুর ইউনিয়নে ৬৯০, মদনখালী ইউনিয়নে ৭৫৬, টুকুরিয়া ইউনিয়নে ৫৭৬, বড় আলমপুর ইউনিয়নে ৫৬৮, রায়পুর ইউনিয়নে ৪৪০, পীরগঞ্জ ইউনিয়নে ১১০২, শানেরহাট ইউনিয়নে ৯২৯, পাঁচগাছি ইউনিয়নে ৭৬৯, মিঠিপুর ইউনিয়নে ৯২১, রামনাথপুর ইউনিয়নে ১২৩৩, চতরা ইউনিয়নে ৮১১ ও কাবিলপুর ইউনিয়নে ১১৪৯ জনের আবেদনপত্র জমা পড়ে ।
পরবর্তীতে উপজেলা সমাজ সেবা বিভাগ প্রতিটি ইউনিয়নে আবেদনকারীদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ভাতা ভোগীদের নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী চৈত্রকোল ইউনিয়নে ৪৮২, ভেন্ডাবাড়ী ইউনিয়নে ৪১০, বড়দরগাহ ইউনিয়নে ৫৯৩, কুমেদপুর ইউনিয়নে ৪৮৪, মদনখালী ইউনিয়নে ৫৩০, টুকুরিয়া ইউনিয়নে ৪০৪, বড় আলমপুর ইউনিয়নে ৩৯৮, রায়পুর ইউনিয়নে ৩০৯, পীরগঞ্জ ইউনিয়নে ৭৭৩, শানেরহাট ইউনিয়নে ৬৫১, পাঁচগাছি ইউনিয়নে ৫৩৯, মিঠিপুর ইউনিয়নে ৬৪৬, রামনাথপুর ইউনিয়নে ৮৬৫, চতরা ইউনিয়নে ৫৬৯ ও কাবিলপুর ইউনিয়নে ৮০৫ জন ব্যক্তিকে ভাতা ভোগির আওতায় আনা হবে।
ইতিমধ্যে বেশির ভাগ ইউনিয়নে ভাতা ভোগী নির্বাচন করা হয়েছে এবং অবশিষ্ট ইউনিয়নে স্বল্প সময়ের মধ্যে ভাতা ভোগী নির্বাচন করা হবে। এতে করে পীরগঞ্জের ১২ হাজার ৬১ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৪শ ৫৮ জন ভাতার আওতায় আসবেন এবং ৩ হাজার ৬শ ৩ জন এ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত থাকবেন। তবে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান এ ব্যাপারে তার প্রতিক্রিয়ায় বলেন, সরকারি সিদ্ধান্ত পেলে বাদ পড়া বয়স্ক ব্যক্তিদেরও এ ভাতা প্রাপ্তির আওতায় আনা হবে।