চেয়ারম্যানের চেয়ারে আগুন ধরিয়ে দিলেন মেম্বার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ এএম, ৩১ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৭:০১ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
দিনাজপুরের বিরামপুর উপজেলায় চাহিদামাফিক ভিজিডি কার্ড না পেয়ে চেয়ারম্যানের চেয়ারে আগুন লাগিয়ে দিয়েছেন এক ইউপি মেম্বার।
আজ শনিবার উপজেলার ২ নং কাটলা ইউনিয়নে পুরাতন ইউপি অফিসের তালা ভেঙে অফিস ভাঙচুর ও চেয়ারম্যানের বসার চেয়ার বের করে প্রকাশ্য রাস্তার ওপর আগুন দেন। অভিযুক্ত সিরাজুল ইসলাম ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য। তিনি অকপটে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
২ নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, ১ নং ওয়ার্ডে এবার ২৬টি ভিজিডি কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু ইউপি সদস্য আরও বেশি কার্ডের দাবি করে গতকাল শনিবার কাটলা বাজারের পুরাতন ইউপি অফিসের তালা ভেঙে অফিসের জিনিসপত্র ভাঙচুর ও চেয়ারম্যানের বসার চেয়ার বের করে বাজারের সামনে প্রকাশ্য রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, তিনি ভিজিডি কার্ডের জন্য ১০ জনের নাম দিয়েছিলেন। কিন্তু ওই সব নাম তালিকাতে না থাকায় তিনি রাগান্বিত হয়ে উপরোক্ত কান্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এ ঘটনার খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।