বগুড়ার শিবগন্জে অনিয়মের মডেল বিএনপি প্রার্থীর ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯ পিএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:০৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার শিবগঞ্জে এজেন্টদের বের করে দেয়া, সমর্থকদের মারপিট ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি দাবী করেন, পৌর এলাকার বেড়াবালা, গরীবপুর, দহিলা, শব্দলদিঘীসহ প্রায় সব গুলো কেন্দ্রে সবুজ ক্যাপ পরিহিত আওয়ামী লীগ ক্যাডাররা ভোটারদের মারপিট করে এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিয়েছে। প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগ ক্যাডাররা কেন্দ্র দখল করে নেয়। ৯ নং ওয়ার্ডের নাট মরিচাই ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ধানের শীষের এজেন্ট আব্দুল হামিদকে পুলিশ হুমকী দিয়েছে এবং নৌকার এজেন্ট দেলোয়ার ও তাহেরুল তাকে মারপিট করে ঘাড় ধরে বের করে দিয়েছে। এসময় বানাইল বালিকা বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে ধানের শীষের সমর্থক আশরাফুল ইসলামকে মারপিট করা সহ নানা অভিযোগ করেন তিনি।
অপর দিকে নন্দীগ্রাম পৌরসভার মুনসুর আলী ডিগ্রী কলেজ কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের প্রার্থীর শ্যালক বলে জানা গেছে।