অভাবের তাড়নায় দেড় বছরের শিশুকে পানিতে ফেলে দিলেন মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৪ এএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১২:৫৭ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
অভাবের তাড়নায় দেড় বছর বয়সী শিশুকে একটি ব্রিজ থেকে অথৈই পানিতে ফেলে দিলেন এক মা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।
ফেলে দেয়া ওই শিশুটি অনেকক্ষণ ধরে পানিতে ভাসতে থাকে। শিশুটির মা জমিলা বেগম শিশুটিকে ফেলে দিয়েই নিজ বাড়িতে চলে যান। পরে পথচারী ও স্থানীয়রা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। শিশুটি এখন সুস্থ আছে। বর্তমানে স্থানীয় রফিকুল ইসলাম ও এলিনা বেগম দম্পতির কাছে রয়েছে শিশুটি।
জামিলা বেগম বলেন, এক বছর আগে দুই মাসের শিশু জাহিদকে নিয়ে রংপুরে স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হন তিনি। পরে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নেন জামিলা। তার বাবার সংসারেও রয়েছে অভাব ও অনটন। দিনমজুর বাবার সংসারে অভাব-অনটনের কারণে সন্তানের ভরণ-পোষণ নিয়ে প্রায় সময় দ্বন্দ্ব হতো। পরে শিশু জাহিদের ভরণ-পোষণ চালাতে না পারার ব্যর্থতা থেকেই সন্তানকে ভাসিয়ে দিতে হয়েছে পানিতে।
এ ব্যাপারে জমিলার বাবা জয়নাল মিয়া জানান, ‘সকালে আমি ও আমার ছেলে মাটিকাটতে যাই। মাটিকাটার ওই জায়গার অদূরে মানুষের কোলাহল শুনে জানতে পারি জমিলা তার ছেলে জাহিদকে পানিতে ফেলে দিয়েছে। কী কারণে এমন কাজ করলো তা আমি জানি না।’
তিনি আরো জানান, ‘দুই বছর আগে রংপুরের মর্ডান মোড়ের বাসিন্দা হাফিজুরের সাথে জমিলার বিয়ে হয়। বিয়ের এক বছর পরেই সংসার ভাঙে জমিলার। এ সময় দুই মাসের শিশু জাহিদকে নিয়ে বাড়ি ফিরে আসে জমিলা। অপর দিকে তিন সন্তান নিয়ে বড় মেয়ে জরিনাও তার সংসারে ফিরে এসেছে। নয় সদস্যর পরিবারে ভরণ-পোষণ করেত হিমশিম খেতে হচ্ছে।
জমিলার মা জবেদা বেগম জানান, জমিলার সন্তান নিয়ে পরিবারে প্রায় সময় অশান্তি লেগে থাকতো।
জমিলার বৃদ্ধা নানী সুফিয়া বেওয়া জানান, তার ভিক্ষাবৃত্তির চাল দিয়ে মাঝেমধ্যে জমিলার সন্তানের খরচ চলতো। তবে জমিলাকে সন্তানের জন্য অনেক নির্যাতন সহ্য করতে হতো। এসব নির্যাতন থেকে বাঁচতে আজকে সন্তানকে পানিতে ফেলে দিয়েছে।
প্রতিবেশীরা জানান, জমিলা শুক্রবার সবার অজান্তে দুই কেজি চাল বিক্রি করে শিশুর জন্য খাবার ও তেল সাবান কিনে আনেন। এতে তার বাবা রাগ হয়ে জমিলাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। মনের দুঃখে অবুঝ শিশুকে নিয়ে হতাশ জমিলা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাশিমবাজারের কাছের একটি ব্রিজের ওপর থেকে শিশুটিকে অথৈই পানিতে ফেলে দেন।
প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন জানান, সকাল ৯টার দিকে তিনি ওই পথে বাজারে যাচ্ছিলেন। এ সময় ব্রিজটির ওপরে একজন নারীকে পানিতে কিছু ফেলতে দেখেন। পানিতে কিছু পড়ার শব্দ শুনে নিচে তাকিয়ে দেখেন একটি শিশু পানিতে ভাসছে এবং হাত-পা নাড়াচ্ছে। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয় ফরিদুল ইসলাম ও একজন পথচারী এগিয়ে এসে পানি থেকে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর ব্রিজের কাছের বাসিন্দা রফিকুল ও এলিনা বেগম দম্পতি শিশুটিকে নিজেদের কাছে নিয়ে যান।
এলিনা বলেন, শিশুটিকে দুধ খাওয়ানো হয়েছে। তিনি শিশুটিকে লালন পালন করতে চান।
বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি আপাতত রফিকুল ও এলিনা বেগম দম্পতির কাছে রয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেয়া হবে।