নীলফামারীরতে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নীলফামারী জেলা সদরের রামগঞ্জ বাজারে রাহিতোন মার্কেটে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানায় রবিবার (২৩ অক্টোবর) সকাল ৭টার টার দিকে মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুর্হুতের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে জহুরুল টেলিকম, রাসেল কম্পিউটার, মোল্লা হোটেল, তাপস টেইলাস, কসমেটিকস, কাপড়ের গোডাউন, মুদি দোকান, সারের ও কীটনায়ক দোকান, কনফেকশনারি, পানের দোকানসহ ১১ টি দোকান ও ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে নীলফামারীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিক ভাবে জানা যায়নি।